Site icon Jamuna Television

টাইগারকে টেক্কা দিতে ভিলেন চরিত্রে ইমরান

ছবি: টাইমস অব ইন্ডিয়া।

‘টাইগার থ্রি’র ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথেই ভক্তদের মাঝে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। সিনেমাটিতে সালমান খান ও ক্যাটরিনা কাইফের পাশাপাশি খলনায়ক চরিত্রে দেখা যাবে ইমরান হাশমীকে। মুভিতে ইমরান একজন নির্মম খুনির চরিত্রে অভিনয় করেছেন, যিনি টাইগারের পরম শত্রু। খবর হিন্দুস্তান টাইমস।

‘টাইগার-৩’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ইমরান হাশমী। সিনেমায় তাকে খলনায়ক আতিসের চরিত্রে দেখা যাবে।

হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান হাশমী বলেন, আমার চরিত্রটি অত্যন্ত উপভোগ্য। আমি নিজেও চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছি। খলনায়ক হলেও আলাদা রূপে দর্শক দেখতে পাবে আমায়।

টাইগার থ্রি’র ট্রেলারের একটি দৃশ্যে ইমরান হাশমী ও সালমান খান। ছবি: হিন্দুস্তান টাইমস।

এর আগে, মঙ্গলবার (১৭ অক্টোবর) মুক্তি পায় ‘টাইগার থ্রি’র ট্রেলার। মাত্র ১ মিনিট ৪৩ সেকেন্ডের ট্রেলারে সালমান খানকে দেখা গিয়েছে ভিন্ন রুপে। অ্যাকশন প্যাকড ড্রামা নিয়েই ফিরছেন ভাইজান। এছাড়াও, ক্যাটরিনা কাইফের অভিনয়েরও প্রশংসা করছে ভক্তরা।

/এআই

Exit mobile version