Site icon Jamuna Television

ভাঙ্গায় স্কুলছাত্রী অপহরণের পর ঢাকা থেকে উদ্ধার, আটক অপহরণকারী

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর ভাঙ্গায় স্কুলছাত্রী অপহরণের সাড়ে ৪ মাস পর ঢাকার রুপনগর এলাকা থেকে তাকে উদ্ধার এবং অপহরনকারীকে আটক করেছে পুলিশ। ওই স্কুলছাত্রী মনসুরাবাদ উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্রী (১৫)।

গত ৬ জুন বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে কতিপয় বখাটে যুবক ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা রুমা বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় সজিবসহ আরও কয়েকজনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি অপহরণ মামলা করেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা এস,আই কবির জানান, মামলাটি তদন্তের ভার আমাকে দেয়া হয়েছিল। দীর্ঘ প্রায় সাড়ে ৪ মাস ধরে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে তথ্য প্রযুক্তি সহায়তায় শুক্রবার দুপুরে ঢাকার রূপনগর থানা এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী সজিব শেখকে আটক করতে সক্ষম হই। অপহরণকারী থানা হেফাজতে রয়েছে। শনিবার তাদেরকে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে।

এটিএম/

Exit mobile version