Site icon Jamuna Television

পঞ্চগড়ে ৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে সাত মামলার গ্রেফতারি পরোনানাভুক্ত পলাতক শিবির কর্মী নাজিম উদ্দিনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে পঞ্চগড় জেলা কারাগারে প্রেরণ করা হয়৷

এর আগে, গত বুধবার রাতে একটি বিশেষ টিমের সহায়তায় ঢাকার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, গ্রেফতারকৃত নাজিম জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে। একই সাথে সে ছাত্র শিবির কর্মী বলেও জানা গেছে।

জেলার পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, ২০১২, ১৪ ও ১৫ সালে তার বিরুদ্ধে ৭টি মামলা দায়ের হয়। এর মধ্যে ৪টিতে বিশেষ ক্ষমতা আইনসহ ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক কাজের অভিযোগ ছিল। এরপর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্টসে নিজেকে আত্মগোপনে রেখেছিল নাজিম। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে পঞ্চগড়ে আনা হয়।

এএস/এটিএম

Exit mobile version