Site icon Jamuna Television

হেলিকপ্টারে করে পালাতে গিয়ে ধরা পড়লেন নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

বন্দি অবস্থা থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম। দেশটির ক্ষমতা দখল করা জান্তা বাহিনী তার পালিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ করে দেয়। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তিনি পার্শ্ববর্তী দেশ নাইজেরিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। খবর বিবিসির।

জান্তা বাহিনীর একজন মুখপাত্র বলেন, রাতে পরিবারের সদস্য, বাবুর্চি ও নিরাপত্তাকর্মীদের নিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম। তবে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ করে দেয়া হয়েছে।

বাজোমকে পালানোর চেষ্টায় সহযোগিতা করার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে বাজোমের এই ‘দায়িত্বজ্ঞানহীন আচরণের’ সমালোচনাও করেছে সামরিক বাহিনী।

এদিকে বাজোমের আইনজীবী তার আটককে বেআইনি উল্লেখ করে মুক্তির দাবি জানিয়েছেন। বলেন, বাজোম ও
তার পরিবারের সদস্যরা একমাত্র ডাক্তার ছাড়া কারও সাথে দেখা করতে পারেন না।

প্রসঙ্গত, অভ্যুত্থানের মাধ্যমে গত জুলাইয়ের শেষ দিকে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা। এরপর থেকে পরিবারসহ নিজের প্রাসাদেই বন্দি প্রেসিডেন্ট বাজোম।

এটিএম/

Exit mobile version