Site icon Jamuna Television

আইসিইউ থেকে রাষ্ট্রপতিকে কেবিনে স্থানান্তর

ফাইল ছবি

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে নেয়া হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেছেন, রাষ্ট্রপতি এখন ভালো আছেন।

গত বুধবার রাষ্ট্রপ্রধানের বাইপাস সার্জারি করা হয়। বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে সার্জারির পর একদিন রাষ্ট্রপতিকে আইসিইউতে রাখা হয়।

রাষ্ট্রপতি গত সোমবার স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি  হন। এর আগে ১৬ অক্টোবর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।

/এনকে

Exit mobile version