Site icon Jamuna Television

ইসরায়েলের বিরুদ্ধে দেশে দেশে বিক্ষোভ

কায়রোর আজহার মসজিদের সামনে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করছে মিশরীয়রা। ছবি: রয়টার্স

ফিলিস্তিনিদের ডাকে সাড়া দিয়ে শুক্রবার বিশ্বের সব মুসলিম দেশে বিক্ষোভ হয়েছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। জুমার নামাজের পর রাস্তায় নামেন হাজারও মানুষ। শুক্রবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

প্রতিবেদনে বলা হয়, অবিলম্বে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানান বিক্ষোভে অংশগ্রহণকারী হাজারও মানুষ। তারা দাবি তোলেন দ্রুত অস্ত্রবিরতি কার্যকরের।

কোনো কোনো দেশে, মার্কিন দূতাবাসের সামনেও জড়ো হন বিক্ষোভকারীরা। পদদলিত করা হয় মার্কিন প্রসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি।

এদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, লেবানন, ইয়েমেনের পাশাপাশি, বিক্ষোভ হয়েছে, পশ্চিম তীরেও। জুমার নামাজর পর হাজারও ফিলিস্তিনি রাস্তায় নামলে বাধা দেয় ইসরায়েলি পুলিশ। কয়েক জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এর আগে, মঙ্গলবার গাজার আল-আহলি হাসপাতালে বর্বর হামলার নিন্দা জানিয়ে, বিশ্বজুড়ে মুসলিমদের রাস্তায় নামার ডাক দেয় হামাস।

/এআই

Exit mobile version