Site icon Jamuna Television

ইসরায়েলের পার্লামেন্টে আল জাজিরা বন্ধে বিল পাস

ছবি: সংগৃহীত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করতে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বিল পাস হয়েছে। মূলত, সংবাদ প্রকাশের মাধ্যমে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার ক্ষতি করছে এমন অভিযোগেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার এক প্রতিবেদেনে এ তথ্য জানায় ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

এর আগে, গত ১৫ অক্টোবর ইসরায়েলের তথ্য ও যোগাযোগমন্ত্রী শালোমা খারহি অভিযোগ করেছিলেন, চলমান এই যুদ্ধে আল জাজিরা নিয়মিত হামাসের নিউজ পরিবেশন করছে। ফলে ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে সংবাদমাধ্যমটি।

টাইমস অব ইসরায়েল জানায়, শুক্রবার নেসেটে এ বিষয়ক একটি বিল উত্তাপন করে খারহি বলেন, ইসরায়েল এখন ভূমি, আকাশ, সমুদ্র এবং কূটনৈতিক সবক্ষেত্রে লড়াইয়ের মধ্যে রয়েছে। আমরা এমন কোনো সম্প্রচার মাধ্যমকে এখানে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারি না, যেটি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

/এআই

Exit mobile version