Site icon Jamuna Television

ঐতিহ্যবাহী আল ওমারি মসজিদ গুঁড়িয়ে দিলো ইসরায়েল

ইসরায়েলের হামলায় মাটির সাথে মিশে গেছে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী আল ওমারি মসজিদ। শুক্রবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে জানানো হয়, মসজিদের কোনো কিছুই আর অবশিষ্ট নেই। হামাস নিয়ন্ত্রিত গাজার উত্তরাঞ্চলে ছিলো মসজিদটি। বহু প্রাচীন এই স্থাপনাটি সপ্তম শতাব্দীতে নির্মিত হয়েছিলো। ফিলিস্তিনের ইতিহাসের তৃতীয় বৃহত্তম মসজিদ এটি।

এছাড়া, এদিন গাজাজুড়েই বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। চলমান যুদ্ধে ইসরায়েলের আগ্রাসনে বিধ্বস্ত হয়েছে অঞ্চলটির নানা ঐতিহ্যবাহী স্থাপনা। হামলা থেকে রেহাই পাচ্ছে না মসজিদ, গির্জা, স্কুল এমনকি হাসপাতালও।

/এনকে

Exit mobile version