Site icon Jamuna Television

সুপার ফোরে আফগানিস্তান, বাংলাদেশ; শ্রীলঙ্কার বিদায়

আফগানিস্তানের কাছে শ্রীলঙ্কার হারে এক ম্যাচ হাতে রেখেই সুপার ফোর নিশ্চিত হলো বাংলাদেশ ও আফগানিস্তানের। শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়েছে মোহাম্মদ নবী- রশিদ খানরা। শ্রীলঙ্কার বিপক্ষে এটি তাদের প্রথম ওয়ানডে জয়।

দুবাই আন্তার্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দারুন শুরু করে আফগানিস্তান। প্রথম ৩ উইকেটে স্কোর বোর্ডে ১০৯ রান তুলে তারা। যেখানে ইনিংসে সর্বোচ্চ ৭২ রান করেন রহমত শাহ। মোহাম্মদ শাহজাদের পর দেশটির দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ১২তম ফিফটি করেন তিনি।

তবে এরপর ৮ ওভার খেলে ৫৯ রান তুলতে শেষ ৭ উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। শেষ ওভারে ৩টিসহ মোট ৫ উইকেট শিকার থিসারা পেরেরার। ওয়ানডে ক্রিকেটে চতুর্থবারের মতো এমন কীর্তি গড়েন তিনি।

২৫০ রানের টার্গেটে আফগান ঘুর্ণিতে শুরু থেকেই দিশেহারা ছিলো লঙ্কানরা। শেষ পর্যন্ত ১৫৮ রানে গুটিয়ে গিয়ে ৯১ রানের পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয় শ্রীলঙ্কার।

দুটি করে উইকেট নিয়েছেন মুজিবুর, গুলবাদিন, নবি আর রশিদ খান।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version