Site icon Jamuna Television

দুপুরে মাঠে নামছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা, ফিরছেন স্টোকস

বিশ্বকাপের ২০তম ম্যাচে আজ মুখোমুখি হবে দুই জায়ান্ট ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। গত ম্যাচে ডাচদের কাছে কুপোকাত হওয়া প্রোটিয়াদের বিপক্ষে আজ মাঠে দেখা যেতে পারে গত বিশ্বকাপের স্টার পারফর্মার বেন স্টোকসকে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে এই ম্যাচ।

নিজেদের সবশেষ ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরেছে দুই দলই। আফগানদের কাছে হেরে গিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অন্যদিকে ডাচদের কাছে বধ হয়েছে প্রোটিয়ারা।

তবে ইংল্যান্ড দলের প্রত্যাশা এখনও পূরণ করতে পারেননি তিন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান ও ক্রিস ওকস। ব্যাটিং-বোলিং কোনটাতেই নামের প্রতি সুবিচার করতে পারেননি তারা।
এদিকে, স্টোকসকে জায়গা করে দিতে গিয়ে বাদ পড়তে পারেন ক্রিস ওকস। সেই সাথে লিয়াম লিভিংস্টোনের পরিবর্তে একাদশে ফেরার কথা মঈন আলীর।

অন্যদিকে, সবশেষ ম্যাচ হারলেও দক্ষিণ আফ্রিকার একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা খুব কম। ডি কক, মার্করাম ও রাবাদা দলের মূল ভরসা।

/এমএইচ

Exit mobile version