Site icon Jamuna Television

গাজায় অস্ত্রবিরতির দাবিতে মার্কিন কংগ্রেসের সামনে নামাজ আদায়

গাজায় অস্ত্রবিরতির দাবিতে মার্কিন কংগ্রেসের সামনে নামাজ আদায় করলেন মুসলিম কমিউনিটির হাজারো মানুষ।

শুক্রবার (২০ অক্টোবর) নিরীহ ফিলিস্তিনিদের দোয়া কামনায় হৃদয়স্পর্শী এই দৃশ্যের অবতারণা হয় কংগ্রেস ভবনের সামনে। বিভিন্ন দেশের মুসলিমরা জমায়েত হন জুমার নামাজ আদায়ে। অবরুদ্ধ অঞ্চলটিতে জরুরি ভিত্তিতে অস্ত্রবিরতি কার্যকরের দাবি জানান তারা।

এ সময় প্ল্যাকার্ড হাতে তীব্র নিন্দা জানান ইসরায়েলি আগ্রাসনের। একই সাথে দুর্দশা কবলিত অঞ্চলটিতে ত্রাণ সহায়তা চালু করতে প্রেসিডেন্ট বাইডেনকে পদক্ষেপ নেয়ার দাবিও জানান মুসলিমরা।

এটিএম/

Exit mobile version