Site icon Jamuna Television

আজ মহাসপ্তমী, মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার বন্দনা

আজ শনিবার (২১ অক্টোবর) মহাসপ্তমী। শাস্ত্রমতে মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে (ষোল উপাদানে) দেবীর পূজা হবে। অশুভ শক্তিকে শোধনের মধ্যে দিয়ে শুরু হয়েছে সপ্তমী তিথি।

সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে, পাড়া-মহল্লায় বইছে উৎসবের আমেজ। সকালে চক্ষুদানের মধ্যে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে ত্রিণয়নী দেবীর প্রতিমায়। দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ অনুষ্ঠিত হয়েছে।

তিথির সায়ংকালে অনুষ্ঠিত হয়েছে দেবীর সপ্তমী বিহিত পূজা। আজ ৯টি গাছের ফুল, ফল, পাতা দিয়ে সব অশুদ্ধকে শোধন করে শুদ্ধ করে দেবীর পূজা করা হয়। এছাড়া দিনব্যাপী চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা চলবে।

/এমএন

Exit mobile version