Site icon Jamuna Television

দলগুলো শান্তিপূর্ণ সমাবেশ করলে বাধা দেবে না পুলিশ: ডিএমপি কমিশনার

শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করলে পুলিশ কোনো বাধা দেবে না। তবে, কর্মসূচির আড়ালে কেউ সহিংস পরিস্থিতি করলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে মেট্রোরেলের নিরাপত্তায় নিয়োজিত এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে আগারগাঁও স্টেশন থেকে মেট্রোরেল যোগে উত্তরা উত্তর স্টেশনে যান ডিএমপি কমিশনার।

সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধনের পর থেকে এমআরটি পুলিশ মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এখন পর্যন্ত ৫৩৭ জনকে এমআরটি পুলিশ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একজন ডিআইজির নেতৃত্বে নতুন এই ইউনিট গঠন করা হয়েছে।

/এমএন

Exit mobile version