Site icon Jamuna Television

শুরুর ধাক্কা সামলে উঠেছে দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে ডি ককের উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে সে ধাক্কা সামলে উঠেছে দলটি। রেজা হেনড্রিক্স ও রাসি ফন ডার ডাশেনের জোড়া ফিফটিতে ভালো সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে দলটি। শেষ খবর পাওয়া পর্যন্ত ২২ ওভারে ২ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ১৩৪ রান। রাসি ফন ডার ডাশেন ৬১ বলে ৬০ রান করে আউট হলেও অর্ধশতক পার করে ক্রিজে আছেন রেজা হেনড্রিক্স।

এর আগে, টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। বিশ্বকাপের ২০-তম ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।,

উল্লেখ্য, বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩৮ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে আফগানিস্তানের কাছেও নিজেদের তৃতীয় ম্যাচে ৬৯ রানে হেরেছে ইংল্যান্ড।

আরএইচ/এটিএম

Exit mobile version