Site icon Jamuna Television

সবগুলো সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় সরকারের সাথে জড়িতদের তৎপরতা ছিল: ফখরুল

বাংলাদেশের যতগুলো সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছে সবগুলোর সাথেই ক্ষমতাসীনদের সঙ্গে জড়িতদের তৎপরতা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে এ মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, এটি কোনো ব‍্যক্তি বা দলের নয়। এই সংকট গোটা জাতির। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার। রাষ্ট্রও সবার। দেশকে বিভক্ত করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আমরা বিভক্তির রাজনীতি চাই না। আমরা ঐক্যের রাজনীতি চাই।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সকল ধর্মের মানুষের সাথে একসঙ্গে বসবাসের জন‍্য। বেগম জিয়া সবসময়ই বলেন, তিনি ‘সংখ‍্যালঘু’ শব্দে বিশ্বাস করেন না। সংখ্যা কম হোক বা বেশি, সকলের অধিকারই সমান।

এসজেড/

Exit mobile version