Site icon Jamuna Television

গাজায় যুদ্ধবিরতি চেয়ে বাইডেনকে ৭০ হলিউড তারকার চিঠি

গাজায় যুদ্ধ বিরতির দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন ৭০ জন হলিউড তারকা। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে অস্কার বিজয়ী অভিনেতা জোয়াকুইন ফিনিক্সের পাশাপাশি কমেডিয়ান জন স্টেওয়ার্ট, সুসান সারানডন, ক্রিস্টেন স্টেওয়ার্ট, কুইনটা ব্রুনসন, রামি ইউসুফ, রিজ আহমেদ, মাহেরশালা আলির মতো তারকারা রয়েছেন। খবর আল জাজিরার।

শুক্রবার (২০ অক্টোবর) বাইডেনকে দেয়া চিঠিটি প্রকাশিত হয়। এতে তারা লিখেছেন, পবিত্রভূমির সব মানুষের জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে আপনার প্রশাসন ও সব বিশ্বনেতাদের অনুরোধ করছি। আর সময় নষ্ট না করে দ্রুত যুদ্ধবিরতির ব্যবস্থা করুন। গাজায় বোমাবর্ষণ বন্ধ করুন। বন্দিদের নিরাপদ মুক্তির ব্যবস্থা করুন।

এতে আরও লেখা হয়, এ ঘটনায় আমরা নীরব ছিলাম-এমন বার্তা ভবিষ্যৎ প্রজন্মকে দিতে চাই না। অবরুদ্ধ গাজাবাসীদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেয়ার অনুরোধও রয়েছে সে বার্তায়।

/এনকে

Exit mobile version