Site icon Jamuna Television

সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে জয় পেয়েছে লিভারপুল। ঘরের মাঠে দশ জনের দল এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ক্লপের দল। আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই এই ম্যাচে জোড়া গোল করেছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। এই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে অলরেডরা।

অ্যানফিল্ডে শুরুটা ভালোই করেছিল এভারটন। তবে ম্যাচের ৩৭তম মিনিটে লুইস দিয়াজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন অ্যাশলে ইয়ং। ফলে ১০ জনের দল হয়ে পড়ে এভারটন। তবে এরপরও রক্ষণে দেয়াল তৈরি করে ক্লপের শিষ্যদের আটকে রেখেছিল তারা।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনও দলই। ৭৫ মিনিটে এভারটনের ডি-বক্সে ডিফেন্ডার মাইকেল কিনের হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল। সফল স্পট কিক থেকে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। ম্যাচের অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোল পায় সালাহ।

এই জয়ে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের তিনে রয়েছে লিভারপুল। সমান নয় ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি ও দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল।

/এমএইচ

Exit mobile version