Site icon Jamuna Television

একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন আজ

ছবি: সংগৃহীত।

চলতি একাদশ জাতীয় সংসদের ২৫তম ও শেষ অধিবেশন বসছে আজ। রোববার (২২ অক্টোবর) বিকাল ৪টায় শুরু হবে এই অধিবেশন।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল কিংবা সাংবিধানিক সময়সীমার আগে ৬০ দিন সময় না থাকায় মাত্র ৩৭ দিনের মাথায় এই্ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শেষ এই অধিবেশনটি ঠিক কত দিন চলবে, তা নির্ধারণ হবে অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে অনুষ্ঠেয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে। কমিটির সভাপতি ও সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেবেন।

সংবিধান অনুযায়ী সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা আছে। সংসদের ২৪তম অধিবেশন গত ৩ সেপ্টেম্বর শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর শেষ হয়।

এএস/এআই

Exit mobile version