Site icon Jamuna Television

নির্বাচন ঘনিয়ে এসেছে, ফেরেশতা-দেবতা হলে উদ্যোগ নিতে পারতাম: কাদের

ছবি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, অল্প কয়দিনের মধ্যে সড়ক পরিবহন আইনের সংশোধনসহ যে সব দাবি উত্থাপন করা হয়েছে, তা বাস্তবায়ন করা ফেরেশতা-দেবতা ছাড়া সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ সড়ক দিবসের আলোচনায় এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, নিরাপদ সড়কের স্বার্থে আইন পরিবর্তন হতে পারে। তবে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা বিষয়টি দেখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ চিরকাল থাকবে অথবা মন্ত্রী হিসাবে আমি নিজেও চিরকাল ক্ষমতায় থাকবো এটা নয়। বলেন, দায়িত্বে এসে ভালো করার চেষ্টা করেছি, ঘুস-দুর্নীতি, টেন্ডারবাজি, প্রমোশন বাণিজ্য বন্ধ করতে পেরেছি।

মহাসড়কে নসিমন-করিমন বন্ধ করতে গেলে জনপ্রতিনিধিরা বাধা দেন বলে জানান তিনি। সহযোগীরা সহযোগিতা না করায় আইন করেও এগুলো বন্ধ করা যায়নি জানান ওবায়দুল কাদের।

এটিএম/

Exit mobile version