
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ
কোনো কিছু নিয়েই সরকার চাপে নেই। ২৮ অক্টোবর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে। এমনটা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (২২ অক্টোবর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, মীর্জা ফখরুল সাহেবের বাবা পাকিস্তানের ঘোর সমর্থক ছিলেন। তাই উনি বাংলাদেশের স্বপ্ন দেখেছেন কি-না প্রশ্ন আছে। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, কেউ বাংলাদেশের প্রশংসা করলে তাদের খারাপ লাগে।
‘মুজিব’ সিনেমায় জিয়াউর রহমানকে দেখানোর প্রসঙ্গে বলেন, মুজিব সিনেমায় ঐতিহাসিক সত্যিই উঠে এসেছে। জিয়াকে মুজিব সিনেমায় সঠিকভাবে দেখানো হয়নি এই অভিযোগ সত্যি। তার অপকর্ম আরও বিস্তারিত দেখানো দরকার ছিল বলেও মন্তব্য করেন মন্ত্রী।
এটিএম/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply