Site icon Jamuna Television

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের ঘাটাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। রোববার (২২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের মুখ্য গাঙ্গাইর গ্রামের মো. আবু’র ছেলে মো. রনি (১৮) ও একই উপজেলার কদমতলী এলাকার মেছের আলীর ছেলে শহিদুর রহমান (৩৫)।

ঘাটাইল থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

/এনকে

Exit mobile version