Site icon Jamuna Television

শক্তিশালী রাজনৈতিক দলগুলো ধর্মকে ব্যবহার করছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, শক্তিশালী রাজনৈতিক দলগুলো ধর্মকে ব‍্যবহার করছে। তারা বিভিন্ন সময় রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করছে। রোববার (২২ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, একটি দলের নেতা বললেন সামনের নির্বাচনকে ঘিরে একটি পক্ষ গণ্ডগোল করতে পারে। আরেকটি দল থেকে বলা হল মিথ‍্যে মামলা দিয়ে আমাদের গ্রেফতার করা হবে। কী ম‍্যাসেজ দিলেন দুই দলের নেতারা? এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সবাই ভয়ে আছে যে পূজাকে ঘিরে গণ্ডগোল হবে।

জিএম কাদের আরও বলেন, আমরা সবসময়ই অসাম্প্রদায়িক বাংলাদেশ পছন্দ করি। সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। সংবিধানেও সকল নাগরিকের সমান অধিকার। সংখ‍্যালঘু বলে কোনো জাতি নেই।

তিনি বলেন, আমরা সুযোগ পেলে এই ধরনের জটিলতা রাখবো না। সবার অধিকার নিশ্চিত করার চেষ্টা করবো। আগামী নির্বাচনে আমাদের ইশতেহারেও এ বিষয় প্রাধান্য পাবে।

/এনকে

Exit mobile version