Site icon Jamuna Television

গাজায় সাড়ে আটত্রিশ টন ত্রাণসামগ্রী পাঠালো ভারত

ছবি: এনডিটিভি।

ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য ত্রাণ পাঠিয়েছে ভারত। রোববার (২২ অক্টোবর) ত্রাণসামগ্রী নিয়ে মিসরের এল-আরিশ বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান। খবর এনডিটিভির।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সামাজিক মাধ্যম ‘এক্স’এ জানায়, ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা হিসেবে সাড়ে ছয় টন চিকিৎসাসামগ্রী এবং ৩২ টন অন্যান্য প্রয়োজনীয় পণ্য পাঠিয়েছে ভারত।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ওষুধ, অস্ত্রোপচার সামগ্রী, তাঁবু, স্লিপিং ব্যাগ, স্যানিটারি সামগ্রী, পানিশোধনকারী ট্যাবলেটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

উল্লেখ্য, গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলের লাগাতার হামলায় গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় নামলেও ত্রাণ প্রবেশের অনুমতি দেয়া হয়নি। অবশেষে, শনিবার (২১ অক্টোবর) রাফাহ ক্রসিং দিয়ে ২০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে।

/আরএইচ /এএম

Exit mobile version