Site icon Jamuna Television

আমলা-বাবরকে ছাপিয়ে যে রেকর্ডটি নিজের করে নিলেন গিল

ছবি: সংগৃহীত

শুভমান গিল ভারতীয় ক্রিকেটে তো বটেই, বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার এই ডানহাতি ব্যাটার। ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে মেলে ধরছেন এই তরুণ ক্রিকেটার। এবার গড়লেন নতুন ইতিহাস। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ২০০০ রানের রেকর্ড নিজের করে নিলেন গিল। যে তালিকায় তিনি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ব্যাটার হাশিম আমলা ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে।

ওয়ানডে ক্যারিয়ারের ৩৮তম ম্যাচে এসে ২ হাজার রান পূর্ণ করেন শুভমান গিল। তারচেয়ে ২ ইনিংস বেশি খেলে ২ হাজারি ক্লাবে প্রবেশ করেছিলেন হাশিম আমলা। প্রোটিয়া কিংবদন্তি খেলেছিলেন ৪০ ইনিংস। জহির আব্বাস, কেভিন পিটারসেন, বাবর আজম, রাসি ভ্যান ডার ডুসেন তারা প্রত্যেকেই নিজেদের ৪৫তম ইনিংসে দুই হাজার রান পূর্ণ করেছিলেন।

১০ ফিফটি ও ৬ সেঞ্চুরিতে ২ হাজার রানের ক্লাবে ঢুকেছেন গিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে আউট হওয়ার পর তার মোট সংগ্রহ ২ হাজার ১২ রান। তিনি এই রান করেছেন ৬২.৮৭ গড়, ১০২.৬০ স্ট্রাইক রেটে। ওয়ানডেতে ষাটের বেশি গড়, একশর বেশি স্ট্রাইক রেটে অন্তত ২ হাজার রান করা একমাত্র ব্যাটার গিল।

/আরআইএম

Exit mobile version