দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইনের দু’টি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফিলিপাইনের দাবি, বিতর্কিত জলসীমায় বেআইনিভাবে তাদের কোস্টগার্ডের একটি জাহাজকে ধাক্কা দিয়েছে বেইজিংয়ের দু’টি নৌযান। তবে পাল্টা দোষারোপ করছে চীনও। সংঘর্ষে জাহাজগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। খবর সিএনএন এর।
ফিলিপাইন সরকারের অভিযোগ, স্পষ্টভাবে ম্যানিলার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বেইজিং। এমন আচরণের তীব্র নিন্দা জানায় তারা। চীনের আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলেও আখ্যা দেয় দেশটি। তাদের দাবি, এমন তৎপরতা জাতিসংঘের সমুদ্র আইনের নীতি লঙ্ঘন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ফিলিপাইনের মিত্র যুক্তরাষ্ট্রও।
এদিকে, পাল্টা দোষারোপ করে চীনের কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘর্ষটি খুবই সামান্য। মূলত ওই জাহাজটি একটি যুদ্ধ জাহাজের জন্য ‘অবৈধ নির্মাণ সামগ্রী’ বহন করছিল। সেটিকে বাধা দিতেই কোস্টগার্ড এই উদ্যোগ নিয়েছে।
এসজেড/

