Site icon Jamuna Television

হিজবুল্লাহ’র দুটি গোপন আস্তানা ধ্বংস করলো ইসরায়েল

লেবাননের সশস্ত্র সংগঠন- হিজবুল্লাহ’র দুটি গোপন আস্তানা ধ্বংস করলো ইসরায়েল। সোমবার (২৩ অক্টোবর) ভোরের এই বিমান অভিযানে প্রাণ হারিয়েছেন ২৭ যোদ্ধা। এমনটাও দাবি হিজবুল্লাহ’র।

পাল্টা অভিযানে পাঁচ ইহুদি সেনাসদস্যের মৃত্যু হয়েছে, এমনটাও নিশ্চিত করেছে সশস্ত্র হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ জানিয়েছে, সীমান্ত শহর মাত্তাতের কাছে শনাক্ত হয়েছে হিজবুল্লাহ্’র একটি গোপন ঘাঁটি। অন্যটি ধ্বংস করা হয় শেবা অঞ্চলে। বলা হয়, দুটি জায়গা থেকে অ্যান্টি-ট্যাংক মিসাইল এবং রকেট ছোড়ার পরিকল্পনা করা হচ্ছিল। বাকি ঘাঁটিগুলোর সন্ধানে চলছে তল্লাশি।

চলমান হামাস-ইসরায়েল সংঘাতে সরাসরি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে সমর্থন জানিয়েছে হিজবুল্লাহ। তারা হুমকি দিয়েছে সরাসরি যুদ্ধে জড়ানোর। সে কারণেই সশস্ত্র যোদ্ধাদের হঠাতে মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহু প্রশাসন।

এটিএম/

Exit mobile version