Site icon Jamuna Television

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি:

বেতন বাড়ানো ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২৩ অক্টোবর) গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা।

এদিন বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছোড়ে। একপর্যায়ে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।

শ্রমিকদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ৮ থেকে ১০ হাজার টাকা বেতনে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রায় ৫ ঘণ্টা পর সড়ক থেকে সরিয়ে দেয়া হয় শ্রমিকদের। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এএস/

Exit mobile version