Site icon Jamuna Television

প্রজ্ঞাপনের দাবিতে ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিল

প্রজ্ঞাপনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। সকাল ১১টায় পাবলিক লাইব্রেরি থেকে মিছিল বের করে তারা।

সেখানে থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় গিয়ে সমাবেশ করে।

এসময় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, সরকারের পর্যালোচনা কমিটির সুপারিশকে স্বাগত জানানো হয়েছে। এটি বাস্তবায়ন করলে কোন আপত্তি নেই। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতেও কোটা বাতিল এবং সরকারি সব চাকরিতে কোটা সংস্কারের আবেদন জানান তিনি।

Exit mobile version