Site icon Jamuna Television

‘কৃষি মার্কেটের নির্মাণ কাজ শুরু এ মাসেই, আগের দোকান অনুযায়ী বরাদ্দ’

আগুনে পুড়ে যাওয়া মোহাম্মদপুর কৃষি মার্কেটের নির্মাণ কাজ শুরু হবে আগামী ৩০ অক্টোবর। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুর নতুন কাঁচা বাজার-কৃষি মার্কেট পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, পূর্বের নকশা অনুযায়ী কৃষি মার্কেট নির্মাণ করা হবে। যার যেখানে দোকান ছিল সে অনুযায়ী বরাদ্দ দেয়া হবে।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেটের কাজ দ্রুতই শুরু হবে। সরকারের পক্ষ থেকে মেয়র সমাধান করে দেবেন। ব্যবসায়ীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

/এমএন

Exit mobile version