Site icon Jamuna Television

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ অক্টোবর ) বিকেলে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ওসি খোকন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতা ও বিস্ফোরক মামলার আসামী মনজুর এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে।

নরসিংদী সদর থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চিনিশপুর এলাকায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেনের বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল। এসময় সমবেত হয়ে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক উদ্ধার ও পুলিশের কাজে বাধা দানের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ৪২ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা করে। ওই মামলার ৫ নম্বর আসামী মনজুর এলাহীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

/এএম

Exit mobile version