Site icon Jamuna Television

হাতিরঝিলে হবে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা

রাজধানীর হাতিরঝিলে ১০ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে রান বাংলা ইন্টারন্যাশনাল। আগামী শুক্রবার (২৭ অক্টোবর) ভোরে হবে এই দৌড় আয়োজন।

সোমবার (২৩ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জনানো হয়। নারী-পুরুষ মিলিয়ে এবারের ১০ কিলোমিটার দৌড়ে অংশ নেবেন মোট ১৫৫০ প্রতিযোগী। দেশি দৌড়বিদদের সঙ্গে বিদেশিরাও অংশ নেবেন। হাতিরঝিলের এফডিসি প্রান্ত থেকে শুরু হবে প্রতিযোগীদের দৌড়। পুরো হাতিরঝিল ঘুরে প্রতিযোগীদের দৌড় শেষ হবে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার এলাকায় এসে।

১০ কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতা বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন অনুমোদিত। এই দৌড়ে অংশগ্রহণকারীদের দেয়া সার্টিফিকেট আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে জানিয়েছে আয়োজকরা।

তারা আরও জানায়, কোভিড-১৯ পরবর্তী ঢাকাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা, তরুণদের মানসিক অবসাদ এবং মাদকাসক্তি প্রতিহত করতে এই আয়োজন।

/এমএন

Exit mobile version