Site icon Jamuna Television

দুর্ঘটনাস্থল ছেড়ে গেছে মালবাহী ট্রেনটি

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর ঘটনাস্থল ছেড়ে গেছে মালবাহী ট্রেনটি। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পরে দুর্ঘটনাস্থল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

এদিন বিকেলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কন্টেইনারবাহী একটি ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। অন্যদিকে বিপরীত দিক থেকে এগারো সিন্ধুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারো সিন্ধুর ট্রেনের শেষের দুই তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। এতে এগারো সিন্ধুরের তিনটি বগি উল্টে যায়।

এই দুর্ঘটনায় অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। আর শতাধিকের বেশি হতাহতের শঙ্কা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস। এই দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট, ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-নোয়াখালী ও ময়মনসিংহ-চট্রগ্রাম রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে র‍্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া, ঢাকা থেকে ঘটনাস্থলে গেছে দুইটি রিলিফ ট্রেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় ক্লিনিক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

/এমএন

Exit mobile version