Site icon Jamuna Television

পুলিশের সঙ্গে সাংঘর্ষিক কোনো বাহিনী তৈরির ইচ্ছা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সঙ্গে সাংঘর্ষিক কোনো বাহিনী তৈরির ইচ্ছা সরকারে নেই। মূলত আনসার বাহিনীর কাজের স্বীকৃতি দিতেই ‘বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী কল্যাণ তহবিল বিল -২০২৩ পাসের উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) আইন প্রণয়ন কার্যাবলীতে অংশ নিয়ে সংসদকে এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।

তিনি বলেছেন, যেকোনো দুযোর্গ-দুর্বিপাকে, নির্বাচন কিংবা সন্ত্রাস দমনে আনসার বাহিনীর অপরিসীম ভূমিকা থাকে।

সোমবারের অধিবেশনে বেশ কয়েকটি বিল যাচাইবাছাইরে জন্য সংসদীয় কমিটিতে প্ররণ করা হয়েছে। বেশ কিছু সংশোধনী প্রস্তাব আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে পাশ হয়েছে ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল সংশোধনী বিল-২০২৩। বুধবার বিকেল ৪টা পর্যন্ত সংসদের বৈঠকে মুলতবি রাখা হয়েছে।

/এমএন

Exit mobile version