Site icon Jamuna Television

ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ, ভারতে ২০০ জন আটক

ফিলিস্তিনের সমর্থনে ভারতে ইসরায়েলি দূতাবাসের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: টাইমস অব ইন্ডিয়া।

ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ-প্রতিবাদ করায় ২০০’র বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করলো ভারত। রাজধানী নয়াদিল্লিতে চালানো হয় এই ধরপাকড়। সোমবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, জওহরলাল নেহরু, জামিয়া মিলিয়া ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী ইসরায়েল দূতাবাস অভিমুখে বিক্ষোভ করেন। মূলত, বামপন্থি শিক্ষার্থী সংগঠনের উদ্যোগেই ছিলো এ প্রতিবাদ কর্মসূচি।

শিক্ষার্থীদের দাবি, শিগগিরই গাজা উপত্যকায় বন্ধ করা হোক আগ্রাসন। একইসাথে মানবিক বিপর্যয়রোধে দ্রুত অস্ত্রবিরতি কার্যকরের আহ্বানও জানান তারা। কিন্তু দূতাবাসের মূল ফটক পর্যন্ত পৌঁছানোর আগেই পুলিশি বাঁধার মুখে পড়ে শিক্ষার্থীরা। সেখানেই বসে পড়েন অনেক শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে চালানো হয় ধরপাকড়। অবশ্য রাতেই মুচলেকার মাধ্যমে জামিন পান ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

/এআই

Exit mobile version