Site icon Jamuna Television

গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১’শ

দক্ষিণ গাজার এলাকায় কিছু বাস্তুচ্যুত পরিবার পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিচ্ছে। ছবি: ইউএন নিউজ।

ইসরায়েলি আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিন দেখলো, গাজা উপত্যকা। গেলো ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১’শর কাছাকাছি। আহত ১৫ হাজার ২৭৩ জন। সোমবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ২ হাজার ৫৫ শিশু, ১ হাজার ১’শ নারী এবং ২১৭ জন প্রবীণ রয়েছে। গাজা প্রশাসনের তথ্য অনুসারে, দক্ষিণাঞ্চলের খান ইউনিস ছিলো হামলার মূল টার্গেট। সেখানকার বেসামরিক ঘরবাড়ি ও স্থাপনা লক্ষ্য করে ছোঁড়া হয় মিসাইল ও রকেট। তবে হাসপাতালগুলোয় নেই তিল ধারণের ঠাঁই। ফুরিয়ে আসছে চিকিৎসা সরঞ্জামও।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, প্রায় ১৫০০ ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে, যার মধ্যে ৮৩০ জন শিশু রয়েছে।

অন্যদিকে, উত্তরাঞ্চলীয় আল-শাতি শরণার্থী শিবিরেও ব্যাপক আগ্রাসন চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে প্রায় এক লাখ মানুষের বসবাস। ধ্বংস হয়েছে ধর্মীয় স্থাপনা ও চিকিৎসা সেবাকেন্দ্র। বাস্তুচ্যুত হয়েছেন ১৪ লাখের বেশি ফিলিস্তিনি।প্রসঙ্গত, গেলো ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪৩৬ ফিলিস্তিনি।

/এআই

Exit mobile version