Site icon Jamuna Television

তাইওয়ানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানের পূর্ব উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। মঙ্গলবার আঘাত হানা ভূমিকম্পে দেশটির রাজধানী তাইপে শহরও কেঁপে উঠেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

দেশটির আবহাওয়া ব্যুরো জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টি থেকে জাপানের ইয়োনাগুনি দ্বীপের সাড়ে তিন মাইল দক্ষিণে গভীরে সমুদ্রে।

তাইওয়ানে ভূমিকম্পের প্রবণতা রয়েছে। এর আগে ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে একটি ভূমিকম্পে শতাধিক মানুষ মারা যায়। ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ২০০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলো।

/এনকে

Exit mobile version