Site icon Jamuna Television

আবার ক্ষমতায় আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাবো: ট্রাম্প

নিউ হ্যাম্পশায়ারের সমাবেশে ভাষণ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টি আবার ক্ষমতায় আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাবেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ অক্টোবর) নিউ হ্যাম্পশায়ারের সমাবেশে এমন মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ট্রাম্প বলেন, হামাসকে পরাজিত ও ধ্বংস করার মিশনে শতভাগ দিয়ে ইসরায়েলের পাশে থাকবেন। ক্ষমতায় গেলে আয়রন ডোমের আদলে যুক্তরাষ্ট্রজুড়ে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবেন বলেও জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়াইয়ের উদ্দেশ্যে সোমবার নিউ হ্যাম্পশায়ারে যান ট্রাম্প।এ সময় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বিশাল সমাবেশে বক্তব্য রাখেন তিনি। নিজের বিরুদ্ধে চলমান মামলা-মোকদ্দমা নিয়েও ক্ষোভ ঝারেন ট্রাম্প। দাবি করেন, রাজনৈতিক হয়রানির শিকার তিনি। নিজেকে নেলসন ম্যান্ডেলার সাথে তুলনা করে ট্রাম্প বলেন, প্রয়োজনে জেলে যেতে প্রস্তুত। \

/এআই

Exit mobile version