Site icon Jamuna Television

‘পাকিস্তানি ক্রিকেটারদের দেখলে মনে হয় প্রতিদিন ৮ কেজি করে মাংস খায়’

ছবি: ওয়াসিম আকরাম।

পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কড়া সমালোচনা করেছেন দেশটির কিংবদন্তি ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। পাশাপাশি তাদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। মন্তব্য করেছেন, খেলোয়াড়দের দেখলে মনে হয়, তারা প্রতিদিন আট কেজি করে গোশত খায়।

পাকিস্তান দলের খেলোয়াড়দের একহাত নিয়ে ওয়াসিম বলেন, খেলোয়াড়দের ফিল্ডিং ও ফিটনেস দেখুন। এই খেলোয়াড়েরা গত দুই বছরের মধ্যে কোনো ফিটনেস পরীক্ষার মধ্যদিয়ে যায়নি। এখন আমি নাম ধরে বললে তারা অখুশি হবে। দেখে তো মনে হচ্ছে, তারা প্রতিদিন আট কেজি করে গোশত খায়, নেহারি খায়। তাদের পেশাদারিত্ব কোথায়?

পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সবসময় প্রশ্ন ওঠে। বর্তমান দলটির খেলোয়াড়দের লম্বা সময় ধরে কোনো ফিটনেস টেস্ট নেয়া হয় না। যার প্রভাব পড়ছে পারফরম্যান্সে। বিশেষ করে ফিল্ডিং দৃষ্টিকটু হয়ে উঠছে প্রতি ম্যাচেই। আফগানিস্তান ও অস্ট্রেলিয়া দুই ম্যাচেই তিন থেকে চারটি করে ক্যাচ ফেলেছে পাকিস্তান। প্রথম তিন ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি।


/এনকে

Exit mobile version