
কার্যকর অস্ত্রবিরতির জন্য আলোচনার আগে জিম্মিদের মুক্তি দিতে হবে। হামাসের প্রতি এমন স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (২৩ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় জো বাইডেন বলেন, গাজায় অস্ত্রবিরতি দরকার। তবে তার আগে মুক্তি দিতে হবে জিম্মিদের। তারপরই আলোচনা হতে পারে।
এদিকে, ইসরায়েলি আগ্রাসনে গাজায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫১০০। আহত হয়েছেন ১৫ হাজার ২৭৩ জন। নিহতদের মধ্যে আছেন ২ হাজার ৫৫ জন শিশু, ১ হাজার ১০০ জন নারী এবং ২১৭ জন প্রবীণ।
এসজেড/
 
				
				
				
 
				
				
			


Leave a reply