Site icon Jamuna Television

ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে ফ্রান্স: ম্যাকরন

ছবি: সংগৃহীত

হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে একা ছাড়বে না ফ্রান্স। তেল আবিব সফরে এমন অঙ্গীকার করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। খবর রয়টার্সের।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সাথে বৈঠকে তিনি জানান, ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে ফ্রান্স। জিম্মি মুক্তিকে সর্বাধিক গুরুত্ব দেয়ার কথাও বলেন।

তেল আবিবের প্রতি সমর্থন জানাতে মঙ্গলবার (২৪ অক্টোবর) তেল আবিব পৌঁছান ফরাসি প্রেসিডেন্ট। ম্যাকরনের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান আইজ্যাক। তেল আবিব পৌঁছেই হামাসের হামলায় নিহত ফরাসি নাগরিকদের পরিবারের সাথে দেখা করেন ম্যাকরন।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির ৭ অক্টোবরের হামলায় নিহত হয় ৩০ ফরাসি নাগরিক। নিখোঁজ হয় সাতজন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও সাক্ষাৎ করবেন ম্যাকরন।

/এএম

Exit mobile version