Site icon Jamuna Television

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরের মৃত্যু, ববির বয়স হয়েছিল ৩১ বছর

ছবি: সংগৃহীত

ববির রেকর্ডের আগে চুরাশি বছর ধরে রেকর্ডটি ছিল ‘ব্লুয়ি’ নামের একটি কুকুরের দখলে। অস্ট্রেলিয়ার ওই কুকুর ১৯৩৯ সালে ২৯ বছর ৫ মাস বয়সে মারা যায়। অন্যদিকে, ববির জন্ম পর্তুগালে, ১৯৯২ সালের ১১ মে। গত মে মাসে কুকুরটির বয়স পূর্ণ হয় ৩১ বছরে।

ববির ৩১ বছরের পথচলা থেমে গেছে। গত শনিবার (২১ অক্টোবর) পর্তুগালের বাড়িতে মারা গেছে এ চারপেয়ে। বয়স হয়েছিল ৩১ বছর ১৬৫ দিন। দীর্ঘদিন ববির চিকিৎসা করা পশুচিকিৎসক ক্যারেন বেকার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

কারেন বেকার বলেন, ইতিহাসের সব কুকুরকে আয়ুর দিক থেকে হারিয়ে দিলেও ববির প্রিয়জনদের কাছে পৃথিবীতে তার ১১ হাজার ৪শ ৭৮ দিন যথেষ্ট নয়। ফেসবুক পোস্টে তিনি ববির প্রতি বিদায়ী বাণীও লেখেন– ‘শুভযাত্রা, ববি’।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে গিনেস বুকে নাম ওঠে ববির। ববির মালিক লিওনেল কস্তা জানান, ববি রাফেইরো জাতের কুকুর। গবাদিপশু পাহারা দেওয়ার জন্য এই কুকুরগুলো পোষা হয়। সাধারণত ১২ থেকে ১৪ বছর বাঁচে এই জাতের কুকুর। তবে ববি ছিল ব্যতিক্রম।

/এএম

Exit mobile version