Site icon Jamuna Television

সাতক্ষীরায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা করেসপন্ডেন্ট:

সাতক্ষীরার বিনেরপোতায় একটি মাছের ঘের থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মরদেহটি দুই থেকে তিন দিন আগের হয়ে থাকতে পারে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বলেন, একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা যাচাইবাছাই করছি। নারীর পরিচয় শনাক্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।

/আরএইচ/এমএন

Exit mobile version