Site icon Jamuna Television

৩০ অক্টোবর রাজধানীতে সমাবেশ করবে ১৪ দলীয় জোট

আগামী ৩০ অক্টোবর রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে ১৪ দলের এক সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। সভার সভাপতি ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এই কর্মসূচি ঘোষণা করেন।

বৈঠক শেষে আমির হোসেন আমু জানান, জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নেবে ১৪ দল। একই সাথে নির্বাচনবিরোধী যেকোনো তৎপরতা প্রতিরোধ করতে প্রস্তুত জোট। একটি মহল সংবিধানবিরোধী তৎপরতা চালাচ্ছে।

এই সমাবেশের বিষয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ১৪ দল তাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। কোনো মুখোমুখি কর্মসূচি হচ্ছে না।

/আরএইচ/এমএন

Exit mobile version