Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় ৭০০’র বেশি ফিলিস্তিনির মৃত্যু

ফিলিস্তিনিরা গাজা উপত্যকায় নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলা থেকে বেঁচে যাওয়া একজনকে উদ্ধার করেছে। ছবি: আল-জাজিরা।

হামাস-ইসরায়েল চলমান সংঘাতে সবচেয়ে রক্তক্ষয়ী দিন দেখলো গাজা উপত্যকা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৭ শতাধিক মানুষ। বুধবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

এ প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, ইসরায়েলের দুই সপ্তাহের অবরোধে ২৪ ঘণ্টায় এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে মিশর থেকে পানি, খাদ্য ও ওষুধসহ আটটি ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করেছে। এদিকে, ইউএন এজেন্সিগুলো যাতে গাজায় বিনা বাধায় জরুরী সাহায্য পাঠাতে পারে সেই জন্য অনুরোধ করা হয়েছে।

মিশর থেকে গাজায় জরুরি ত্রাণ সরবরাহ সহজতর করার জন্য ইসরায়েল ও জাতিসংঘের সাথে আলোচনা করছে যুক্তরাষ্ট্র।

এ প্রসঙ্গে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, যদিও আমরা যুদ্ধবিরতির বিরোধিতা করছি, কিন্তু আমরা মনে করি যুদ্ধে মানবিক বিরতি ও সাহায্যের বিতরণের সুযোগ থাকা উচিত।

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের একটি বাড়িতে ইসরায়েলি হামলার জায়গায় একজন ফিলিস্তিনি একটি শিশুকে বহন করছেন। ছবি: রয়টার্স।

এদিকে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর বলেন, ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে বলে মনে হচ্ছে এবং গাজায় সংঘাত মোকাবেলায় ‘দ্বৈত মান’ বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।

/এআই

Exit mobile version