Site icon Jamuna Television

গাজার হাসপাতালে জ্বালানি সংকট, হুমকির মুখে ১৩০ শিশুর জীবন

ছবি: সংগৃহীত

গাজায় জাতিসংঘ পরিচালিত হাসপাতালগুলোয় আজ রাতের মধ্যেই শেষ হয়ে যাবে জ্বালানি। হুমকির মুখে ইনকিউবেটরে থাকা ১৩০ শিশুর জীবন। খবর রয়টার্সের।

মৃত্যুঝুঁকিতে রয়েছে ১৪০ আইসিইউ রোগী। মঙ্গলবার (২৪ অক্টোবর) এই শঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘ। জানায়, বুধবার (২৫ অক্টোবর) রাত থেকেই বন্ধ হয়ে যেতে পারে সংস্থাটি পরিচালিত হাসপাতালগুলোর কার্যক্রম। এমন পরিস্থিতি হলে তৈরি হবে চরম বিপর্যয়।

এদিকে, ইসরায়েলি সেনাদের অভিযোগ, জ্বালানি মজুদ করে রেখেছে হামাস। তেল আবিব প্রকাশিত একটি স্যাটেলাইট ছবিতে দেখা যায়, অজ্ঞাত এক স্থানে রয়েছে প্রচুর জ্বালানি ট্যাংক। এগুলোর মধ্যে ৫ লাখ লিটার জ্বালানি রয়েছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর। জাতিসংঘকে বিদ্রুপ করে হামাসের কাছে তেল চাইতে বলেছে ইসরায়েল।

উল্লেখ্য, জাতিসংঘের জনসংখ্যা তহবিলের মতে, গাজায় প্রতিদিন ১৬০ জন নারী সন্তান জন্মদান করেন। গাজাবাসীর মধ্যে বর্তমানে ৫০ হাজার গর্ভবতী নারী রয়েছেন বলে হিসাব করেছে সংস্থাটি। 

/এএম

Exit mobile version