Site icon Jamuna Television

হামাস-ইসরায়েল ইস্যুতে দ্বিমুখী আচরণ করছে পশ্চিমা গণমাধ্যম: জর্ডানের রানি

ছবি: সিএনএন

হামাস ও ইসরায়েল ইস্যুতে পশ্চিমা গণমাধ্যমগুলো দ্বিমুখী আচরণ করছে বলে মন্তব্য করেছেন জর্ডানের রানি রানিয়া আল আব্দুল্লাহ। মঙ্গলবার (২৪ অক্টোবর) প্রকাশিত সিএনএনের এক সাক্ষাৎকারে পশ্চিমা গণমাধ্যমের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি।

রানি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনে হামলার সংবাদ পরিবেশনে অবলম্বন করা হয় ভিন্ন পন্থা। তার দাবি, পশ্চিমা গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় তেল আবিবের পক্ষ অবলম্বন করে। যা হতাশজনক বলে মন্তব্য করেন তিনি।

রানি আরও বলেন, ৭ অক্টোবর ইসরায়েলে হামলার ঘটনায় যেভাবে জোরালো নিন্দা করা হয়েছে, গাজায় নির্বিচার আগ্রাসনের বেলায় তা করা হচ্ছে না। এসময় সব দেশ অস্ত্রবিরতির আহ্বান না জানানোয় ক্ষোভ প্রকাশও করেন তিনি।

/আরএইচ /এএম

Exit mobile version