Site icon Jamuna Television

ডাচদের বিপক্ষে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, দলে ফিরলেন গ্রিন

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ২৪তম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামছে অস্ট্রেলিয়া। বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

অজি অধিনায়ক প্যাট কামিন্স টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। ইনজুরিতে পড়া মার্কাস স্টয়নিসের বদলে এই ম্যাচে অজি একাদশে ফিরছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

প্রথম দুই ম্যাচ হেরে খানিকটা বিপদেই পড়েছিল অস্ট্রেলিয়া। তবে পরের দুই ম্যাচ জিতে হৃত আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। অন্যদিকে, এবারের আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখায় নেদারল্যান্ডস। আজ কামিন্স বাহিনীকে হারাতে পারলে আরও এক অঘটনের সাক্ষী হবে ক্রিকেট বিশ্ব। তুলনামূলক দুর্বল দল হলেও ডাচ বাহিনীকে সমীহ করতেই হবে।

দীর্ঘ ১৬ বছর পর অজিদের মুখোমুখি হচ্ছে ডাচরা। ওডিআইতে দুদলের শেষ দেখা ২০০৭ সালে। বিশ্বকাপে দুই দফা অজিদের মুখোমুখি হয়ে দু’বারই হার মানে বাস ডি লিডরা। এবার নিশ্চয়ই জয় পেতে মাঠে নামবে স্কট এডওয়ার্ডের দল। 

বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার পয়েন্ট চার এবং ডাচদের দুই। পয়েন্ট টেবিলে অজিরা রয়েছে ৪ নম্বরে এবং ডাচদের অবস্থান সাতে।

/এএম

Exit mobile version