Site icon Jamuna Television

নয়াপল্টনেই সমাবেশ, অনুমতি না দিলে নেতাকর্মী ছড়াবে সারা ঢাকায়: গয়েশ্বর

ফাইল ছবি।

নয়াপল্টনে মহাসমাবেশ করতে না দিলে সারা ঢাকা শহরে যার যা আছে তাই নিয়ে নেতাকর্মীদের ছড়িয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে শিশু কল্যাণ পরিষদে সরকার পতনের এক দফা এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সংগঠিত হতে হবে। ২৮ অক্টোবর মহাসমাবেশ হবেই। এই সরকারের পদত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বিএনপি।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশের অনুমতি নিতে হবে, তা সংবিধানের কোথাও নেই। তাই পুলিশকে রাজনৈতিক ভূমিকা পালন না করার আহ্বান জানান এই বিএনপি নেতা।

এসজেড/

Exit mobile version