Site icon Jamuna Television

গদি রক্ষা করতে হলে অবিলম্বে আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে: মহিব্বুল্লাহ বাবুনগরী

গদি রক্ষা করতে হলে অবিলম্বে আলেম-ওলামাদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামীর আমির মহিব্বুল্লাহ বাবুনগরী।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের সম্মেলনে এ কথা বলেন তিনি।

এই সম্মেলনে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই কারাবন্দি মামুনুল হকসহ হেফাজতে ইসলামীর নেতাকর্মীদের মুক্তি দেয়ার দাবি জানান বক্তারা। অন্যথায় নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয় হেফাজতে ইসলাম।

কারাবন্দি নেতাকর্মীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে মুক্তি দেয়ার সময় বেধে দিয়ে হেফাজত নেতারা বলেন, অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধ করতে হবে। এসময় সরকার ও দেশের জনগণকে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে ইজরায়েলি পণ্য বয়কটের আহ্বানও জানান তারা।

এসজেড/

Exit mobile version