Site icon Jamuna Television

যমুনায় অবৈধভাবে মা ইলিশ ধরায় ২৫ জেলের কারাদণ্ড

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের চৌহালী ও বেলকুচিতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় মা ইলিশ ধরায় ২৫ অসাধু জেলেকে ভ্রাম্যমাণ আদালত ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। এ সময় মাছ ধরার ১ লাখ ৩৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতভর সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়া এ অভিযান পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হলো, চৌহালীর খাস পুকুরিয়ার আসাদ আলী (২২), আবুল খায়ের (৬৫), নুর মোহাম্মদ (৬০), দত্তকান্দির হাফেজ মো. ইব্রাহিম (৩৪), চর সলিমাবাদের মারুফ সরদার (৩৫), ঘোরজানের শুকুর চাঁদ (২৫), টাঙ্গাইল সদরের আহম্মদ আলী (৩৩), মোকরম আলী (২২), জাহাঙ্গীর সরকার (২০), রমজান আলী (২০), নাগরপুরের নিশ্চিন্তপুরের আব্দুল মজিদ (৫০), মিজানুর রহমান (২৮), মানিকগঞ্জের কাঁঠালতলীর আবু সাইদ (৫৫), লালপুরের ছাকিবুল হাসান (২০), দৌলতপুরের মজিবর রহমান (২৮) এবং বাকিরা আরেকটি অভিযানে আটক হয়েছেন।

এএস/এটিএম

Exit mobile version